
সুয়েজ খাল দিযে গম ও প্রাকৃতিক গ্যাস পরিবহন বেড়েছে সুয়েজ খাল দিয়ে।খাল জলপথটির পরিচালনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি বলেন, পরিবহন ফি বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো সময় বাড়তে অথবা কমতে পারে। তার বিশ্লেষণ অনুযায়ী, কৃষ্ণ সাগরীয় অঞ্চলে যুদ্ধের কারণে বাণিজ্য প্রবাহে ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এশিয়ার আমদানিকারকরা সুয়েজ খালের ব্যবহার বাড়িয়েছেন।
অন্যদিকে উত্তর-পশ্চিম ইউরোপের দেশগুলোয় সুয়েজ খাল দিয়ে খাদ্যশস্য রফতানি হচ্ছে। এসব দেশের পাশাপাশি কানাডায় লোহা রফতানিতে রুটটি ব্যবহার হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ক্যাটাগরির জাহাজ সুয়েজ খাল পার হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করবে কর্তৃপক্ষ। এক্ষেত্রে পরিবহন ফি ৫-১০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে কৃষ্ণ সাগরীয় অঞ্চলে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এ কারণে বিশ্বের শীর্ষ দুটি খাদ্যশস্য রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন থেকে সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন আমদানিকারকরা। বেশির ভাগ ব্যবসায়ী পণ্য পরিবহনের ক্ষেত্রে যুদ্ধ আক্রান্ত অঞ্চলে এড়িয়ে চলার চেষ্টা করছেন।
সানবিডি/এনজে