আগামীকাল তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট

প্রকাশ: ২০১৫-১০-০৬ ১৬:২৫:৩৭


Dhormoghotপার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে সন্তু লারমার ঘোষীত অসহযোগ আন্দোলনের প্রক্রিয়ায় অংশ হিসেবে আগামীকাল তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট কর্মসূচী পালিত হবে।

মঙ্গলবার সংগঠনটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচী কথা বলা হয়েছে।

তিনি বিবৃতিতে মাধ্যমে জানান, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে রাজনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও দীর্ঘ ১৮ বছরের চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় জনগনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ক্ষোভ যেকোন মূহুর্তে বিষ্ফোরন হয়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহষ্পতিবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকে ছাত্র ধর্মঘট কর্মসূচী পালিত হবে।

এ কর্মসুচী সফল করার লক্ষ্যে পার্বত্য তিন পার্বত্য জেলার প্রাাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষর্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সানবিডি/ঢাকা/মুমু/রাঙামাটি/এসএস