ভাইয়ের নির্বাচনী প্রচারণায় জর্জ বুশ

প্রকাশ: ২০১৬-০২-১৬ ১১:০৩:০৩


Bushমার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছোট ভাই জেব বুশের জন্য নির্বাচনী প্রচারণায় নেমেছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী জেব বুশ। রিপাবলিকান দলের প্রার্থীদের প্রাথমিক নির্বাচনে জেব বুশের পক্ষে প্রচারণায় নামলেন বড় ভাই জর্জ ডব্লিউ বুশ।

জেব বুশ ফ্লোরিডার সাবেক গভর্ণর ছিলেন। তিনি নির্বাচনী প্রচারণায় প্রচুর অর্থ ব্যয় করেছেন। তবে এর কোনো সন্তোষজনক ফলাফল তিনি প্রাথমিক নির্বাচন থেকে অর্জন করতে পারেননি।

আগামী শনিবার সাউথ ক্যারোলিনায় প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের প্রচারণায় সোমবার সাউথ ক্যারোলিনায় একটি র‌্যালিতে ছোট ভাইয়ের সঙ্গে দেখা গেছে জর্জ বুশকে।

এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে হেরে গেছেন জেব বুশ। আইওয়াতে টেক্সাসের গভর্নর টেড ক্রুজ এগিয়ে ছিলেন। অপর দিকে  নিউ হ্যাম্পশায়ারে এগিয়ে আছেন ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই হয়ত জর্জ বুশ তার প্রভাব কিছুটা কাজে লাগাতে চাচ্ছেন ছোট ভাইয়ের ক্ষেত্রে।

জেব বুশের পুরো পরিবার তার নির্বাচনী লড়াইয়ের প্রচারণায় তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে তার মা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী বারবারা বুশ ছেলের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

শনিবার সাউথ ক্যারোলিনার র‌্যালিতে জেব বুশ ভাই জর্জ বুশের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কথা বর্ণনা করে বলেন, ‘তিনি একটি নিরাপত্তা বেষ্টনিতে আমাদের ঘিরে রেখেছিলেন। যার ফলে আমরা নিরাপদ ছিলাম।’

তবে একটি টেলিভিশন বিতর্কে ব্যবসায়ী ট্রাম্প জর্জ বুশ সম্পর্কে বলেন, জর্জ বুশ ইরাক যুদ্ধের যে কারণ দেখিয়েছিলেন তা সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিলেন।