বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বুধবার শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, বিএসইসির ৫৬৪তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে। এর আগে বিএসইসির ৫৪৩তম সভায় প্রথমবারের মতো এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।
গত জুলাইয়ে বিএসইসির কাছ থেকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তোলনের অনুমোদন পায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। তবে আইডিআরএর আপত্তির মুখে পড়ে গত বছরের ২৯ জুন কোম্পানিটির আইপিও স্থগিত করা হয়।
আইডিআরএর অভিযোগ ছিল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ালেও এর জন্য তাদের অনুমোদন নেয়নি। এছাড়া কোম্পানির সংঘ স্মারক ও সংঘবিধিতে উল্লেখ করা মূলধনের সঙ্গে আইপিওর প্রসপেক্টাসে উল্লিখিত মূলধনের মিল নেই।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পুঁজিবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।
২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকার একাংশ মেয়াদী আমানত হিসেবে রাখবে কোম্পানি। একটি অংশ বিনিয়োগ করা হবে ট্রেজারি বন্ডে। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করা হবে। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসএস