টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল ওরফে কামাল হোসেন (৩৮) নামে একাধিক মামলার আসামি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হলেও তাদের নাম জানা যায়নি।
সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গীর নৌ বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল টঙ্গীর পাগার এলাকার বাসিন্দা।
র্যাব-১ এর এএসপি আকরামুল হাসান জানান, রাতে ওই এলাকায় জুয়েল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েল তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে তাদের গুলিতে নিহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, নিহত জুয়েল গত ৫ নভেম্বর নিজ বাসায় স্ত্রীর দুই চোখ উপরে ফেলেন। এ ঘটনায় তার নামে নারী নির্যাতনের মামলা রয়েছে। এছাড়াও তার নামে দু’টি হত্যা, দু’টি অস্ত্র মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এএসপি।
সানবিডি/ঢাকা/এসএ