চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ হাজার ১শ’ ১৯ ভোট বেশী পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাজী আবদুল লতিফ। তিনি পেয়েছেন ১১হাজার ১শ’ ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল পেয়েছেন ৬হাজার ৯শ’ ৯৬ ভোট। সোমবার রাতে জেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলেও কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ১শ। সকাল ১১টায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষের কারণে প্রিজাইডিং অফিসারমো.রাসেদুজ্জামান ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কার্যালয়ে ফিরেয়ে নিয়ে যান।
শাহরাস্তি পৌরসভায় মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার ২৬ হাজার ৩৮ জন।১২টি ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হচ্ছেন ২নং ওয়ার্ডে মোঃ বাহার উদ্দিন, ৩নং ওয়ার্ডে মোঃ মুকবুল আহমেদ, ৪নং ওয়ার্ডে সাহাবুদ্দিন আলম, ৫নং ওয়ার্ডে প্রহল্লাদ চন্দ্র দে, ৬নং ওয়ার্ডে কাজী আবদুল কুদ্দুছ, ৭নং ওয়ার্ডে মোঃ মনিরুল ইসলাম, ৮নং ওয়ার্ডে মোঃ সফিউল্লাহ মিয়াজী, ৯নং ওয়ার্ডে বিকাশ মজুমদার,১০নং ওয়ার্ডে তুষার চৌধুরী রাসেল, ১১নং ওয়ার্ডে মোঃ নাজির হোসেন পাটওয়ারী ও ১২নং ওয়ার্ডে আবুল হোসেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হচ্ছেন সংরক্ষিত ১নং ওয়ার্ডে লুৎফুন্নাহার, ২নং ওয়ার্ডে সকিনা আক্তার ও ৪নং ওয়ার্ডে মমতাজ বেগম।
১নং সাধারণ ওয়ার্ডের ফলাফল স্থগিত থাকায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের ফলাফল স্থগিত রয়েছে।
সানবিডি/ঢাকা/ইমরান/এসএস