ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) লটারির ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারি ড্র অনুষ্ঠান শুরু হয়।
লটারির ড্র অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস।
ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন ড্রাগন সোয়েটার কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, কোম্পানির সেক্রেটারি শাহনেওয়াজ আহমেদ খান। ডিএসইর পক্ষে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন, সিএসইর পক্ষে আলী রাগীব, সিডিবিএলের পক্ষে আলমাস আরফিন। ইস্যু ম্যানেজারদের পক্ষে উপস্থিত ছিলেন স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউকাস বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব এইচ মজুমদার।
ফল পেতে ক্লিক করুন-