রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,১৪ বছরের সর্বোচ্চে গমের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৭ ১৭:০৭:০৫


রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রায় দু’সপ্তাহ হতে চলল। ইউক্রেন রাশিয়াতে তো বটেই, আন্তর্জাতিক অর্থনীতিতে নানাভাবে পড়তে শুরু করেছে যুদ্ধের প্রভাব।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। আর এবার দেখা যাচ্ছে গত ১৪ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গম। এর কারণ গম উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম ইউক্রেন।

বলা হচ্ছে, যুদ্ধ শুরুর দু’সপ্তাহ যেতে না যেতেই গমের যোগানে টান পড়েছে। আর তারই প্রভাব পড়েছে দামে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। কৃষ্ণসাগরে বন্দর ঘিরে যে বাণিজ্য চলছিল তা বাধার মুখে পড়ে। সেজন্য শিকাগোর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গামের দাম বেড়েছে ৪০ শতাংশ। গত একদশকে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এবার তা আরও বাড়ার আশঙ্কা।

এ বিষয়ে বিশ্ব খাদ্র কর্মসূচির প্রধান জুলি মার্শাল বলছেন, রাশিয়া ও ইউক্রেন গোটা দুনিয়ার ৩০ শতাংশ গম রপ্তানি করে। সেটা না এলে খাদ্য সুরক্ষায় ব্যাপক প্রভাব পড়বে। মধ্য এশিয়া ও উত্তর আমেরিকা গমের আমদানির ওপরে নির্ভরশালী। ফলে কোটি কোটি মানুষ খাবার থেকে বঞ্চিত হবেন।

এমনকি সর্বাধিক গম উৎপাদনের দেশে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষও প্রভাবিত হতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

সানবিডি/এনজে