

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসরে তামিম ইকবাল খেলছেন পেশোওয়ার জালমির হয়ে। গোল্ড ক্যাটাগরিতে খেলোয়াড় বেছে নেওয়ার সময় তামিমকে দলে ভেড়ায় দলটি। আর এ দলের অধিনায়ক হচ্ছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
তামিম ইতোমধ্যে আরব আমিরাত আর পাকিস্তানে ভক্তের সংখ্যা বাড়িয়ে তুলেছেন। আর এর সাথে যোগ হয়েছে বিশ্বসেরা ব্যাটসম্যান শহিদ আফ্রিদির দুই কন্যা। আফ্রিদি’র বিধ্বংসী ব্যাটিং এর কথা মেয়েদের অজানা নয়। তাই বলে বিশ্বের আর কোনো দেশের বিধ্বংসী ব্যাটিং এর কথা আফ্রিদি কন্যারা জানবেন না তা কি হয়? বাংলাদেশের তামিম ইকবালের দুর্ধর্ষ ব্যাটিং-এও আফ্রিদি কন্যারা রীতিমতো মুগ্ধ।
তাই তো আফ্রিদির দুই মেয়ে আকসা ও আনসা তামিম ইকবালের সাথে ছবি তুলে রাখার সুযোগটা মিস করলেন না। তামিমকে মধ্যে রেখে দুই কন্যা তুলে ফেললেন ছবি।
সানবিডি/ঢাকা/এসএস