দামী ফোন হোক বা কম দামী। হাতের কাছে সবসময় অপরিহার্য এই বস্তুটি। মোবাইল নিয়ে সতর্কতার পর প্রায় ঘটে যায় দূর্ঘটনা । আপনার সেই সাধের ফোনটি যদি পানিতে পড়ে যায়, তাহলে আপনার কী অভিব্যক্তি হতে পারে? বিপ, ডট ডট। যতরকম শব্দই ব্যবহার করুন না কেন চোর পালানোর আগে বুদ্ধিটা ব্যবহার করুন। মানে ফোনটি আইসিউতে যাওয়ার আগেই চট জলদি আপনিাকে কয়েকটি কাজ করতে হবে। এর ফলে হতে পারে আপনার মোবাইলটি ব্যবহার উপযোগি।
১.পানি থেকে জলদি মোবাইটিকে তুলে প্রথমে ব্যাটারি, সিম কার্ড খুলে ফেলুন।
২. ব্যাটারিটিকে শুকনো তোয়ালে দিয়ে ভাল করে মুছুন। সিম কর্াড ও গোটা মোবাইলটিকেও সযত্নে মুছে নিন।
৩. এরপর একটি বাতাসমুক্ত পাত্রে শুকনো চাল নিন। সেই চালের ভিতর রেখে প্রায় দশ-বারো ঘন্টা রেখে দিন মোবাইল ও ব্যাটারিটিকে। অথবা রোদেও ভালো করে শুকিয়ে নিতে পারেন। তা যদি সম্ভব না হয় একশো পাওয়ারে বাল্ব জ্বালিয়ে মোবাইল ও ব্যাটারিকে হিট করুন ভাল করে।
৪. তুলো দিয়ে স্পিকার, ক্যামেরা, কিপ্যাড ভাল করে মুছে নিন। এরপর চালিয়ে দেখুন মোবাইলের জ্ঞান ফিরল কিনা।
এতকিছু করার পর যদি কোনও কাজ না করে অবশ্যই ডাক্তার অর্থাত মোবাইল মেকানিককে দেখিয়ে নিন।
সানবিডি/ঢাকা/এসএস