আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব বলত, খেলব না: পাপন

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৭ ২১:১৯:৫৪


শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় নেই সাকিব আল হাসান। এজন্য দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিরতি চাইছেন। সাকিবের এমন বক্তব্যে বিচলিত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, আইপিএলে সুযোগ পেলেও কি সাকিব এরকম বলতো?

নাজমুল হাসান বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো আইপিএলেও খেলতে নাম দিতো না। লজিক্যালি চিন্তা করে তো আমার তাই মনে হয়। ও যদি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকে তাহলে তো আইপিএলের জন্য খেলতে যাওয়ার কথা না। কিন্তু সে তো আবেদন করেছে। তাহলে কি আইপিএলে সুযোগ পেলেও এরকম বলতো…বলতো খেলবো না?

রোববার (০৬ মার্চ) রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সাকিব বলেছেন, ‘মানসিক ও শারীরিক যে অবস্থায় আছি আমার কাছে মনে হয় না আন্তর্জাতিক ক্রিকেট খেলা সম্ভব খুব একটা। এই কারণে আমার মনে হয়, যদি আমি একটা বিরতি পাই, আমি যদি ওই আগ্রহটা ফিরে পাই তাহলে আমার খেলাটা সহজ হবে।’

আফগানিস্তান সিরিজ শেষ হওয়ার পরদিন বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন সাকিব। সাকিবের এমন আচরণ পছন্দ হয়নি নাজমুল হাসানের।

এজন্য ক্ষুব্ধ পাপন আজ (সোমবার) গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে জানান, সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলত কীভাবে? পাপন বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিতো তাহলে বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত?’

সাকিবের মন্তব্যের প্রসঙ্গে পাপনের কাটছাঁট জবাব, ‘আমরা মোটেও বিচলিত নই। ও হয়তো মানসিক, শারীরিকভাবে ডিস্টার্ব। ওর যদি সমস্যা হয় আমাদের জানাতে পারে। বিমানবন্দরে বলে দেওয়া, ও তো দিনের বেলায় আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। কোচের সঙ্গে কথা বলতে পারত। সুজনের (খালেদ মাহমুদ) সঙ্গে কথা বলতে পারত। হঠাৎ করে এভাবে চমক দেওয়া, কেন করছে—অনেকে এটা পছন্দ করেনি।’

সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার পিছনে আরেকটি কারণ হিসেবে দাঁড় করেছেন তার সম্প্রতি ফর্ম। ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তার। এজন্য আফগানিস্তান সিরিজটি উপভোগ করেননি তিনি। এখানেও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাপন। তবে কী বাংলাদেশের পাওয়া জয় উপভোগ করেননি সাকিব?

পাপন বলেন ‘সাকিব বলছে আফগান সিরিজে সে উপভোগই করেনি। আমরা যে জিতেছি সে উপভোগই করেনি। কেন? তার যদি অফফর্ম থাকত, সে বলতে খেলব না! সমস্যাটা কোথায়? খেলার পর যদি বলে উপভোগ করেনি, আগ্রহ নেই, মোটিভিশন নাই, তাহলে আমাদের বলো। বলো, আগ্রহ নেই। তাহলে খেলো না।’

এএ