হিলিতে কেজিতে ২০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৮ ১১:১২:৩১


দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ কমায় দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা।দুই দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। খুচরা মূল্য প্রতিকেজি ৮০ টাকা।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বর্তমানে আবহাওয়া খারাপ। কখনও ঝড়-বৃষ্টি হচ্ছে, আবার কখনও গরম কখনও ঠান্ডা পড়ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছের ফুল ঝরে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছে, দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। এ কারণে দামের ওপর প্রভাব পড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠা শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে। এরপর আবারও কাঁচা মরিচের দাম কমে আসবে।

সানবিডি/এনজে