
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টেম্বা বাভুমা অধিনায়ক। পূর্ণ শক্তির দল ১৬ সদস্যের। ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি আনরিক নরকিয়া ও সিসান্ডা মাগালার।
বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ, সেঞ্চুরিয়নে। দ্বিতীয় ম্যাচ ২০ মার্চ, জোহানেসবার্গে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ ২৩ মার্চ, সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। ৩০ মার্চ ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভন ডার ডুসেন ও কাইল ভেরেইনা।
এএ