৫ শতাংশ বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৯ ০৯:৪৩:১৯

৫ শতাংশ বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য।মে মাসে সরবরাহের জন্য বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ অনুসারে পাম অয়েলের বাজার আদর্শ ৫ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি টন ৬ হাজার ৬০২ রিঙ্গিত (১ হাজার ৫৮১ ডলার ৩২ সেন্ট)। খবর বিজনেস রেকর্ডার।
চলতি বছর শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদনের হার বেড়েছে ৩ শতাংশ। তবে বৈশ্বিক চাহিদা মেটানোর জন্য এটি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ ব্যাপারে মুম্বাইভিত্তিক ভোজ্যতেলের ব্যবসায়িক প্রতিষ্ঠান সানবিন গ্রুপের রিসার্চ হেড অনিলকুমার বাগানি বলেন, দক্ষিণ আমেরিকা ও কানাডায় সয়াবিন এবং র্যাপসিডের উৎপাদন কমায় অয়েলসিডের বাজার বেশ প্রতিকূল পরিস্থিতি অতিবাহিত করছে। এ সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে সূর্যমুখী তেলের রফতানি অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













