টি-টুয়েন্টির সেরা দশে নাসুম
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৯ ১৭:৫১:২৮

আইসিসির টি-টুয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিলেন বাংলাদেশের নাসুম আহমেদ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পারফর্ম করে পুরস্কার হাতেনাতেই পেলেন ২৭ বর্ষী বাঁহাতি অর্থোডক্স টাইগার স্পিনার, অবস্থান ঠিক ১০-এ।
মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেড়শ ছাড়ানো ইনিংস ও উইকেটের ফুলঝুরি ছুটিয়ে সাদা পোশাকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
আফগান সিরিজে প্রথম টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৫ তুলে থেমেছিল বাংলাদেশ। জবাবে নাসুমের বিধ্বংসী বোলিংয়ে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত ৬১ রানের জয়ে মাঠ ছাড়ে মাহমু্দউল্লাহর দল। ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাসুম। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি টেবিলে।
মোহালিতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারায় ভারত। ১৭৫ রানের অপরাজিত ইনিংসের পর দুই ইনিংস মিলিয়ে ৫ ও ৪টি করে মোট ৯ উইকেট তুলে নায়ক বনে যান জাদেজা। একদিন পরেই আইসিসি থেকে পেলেন খুশির সংবাদ। অলরাউন্ডার টেবিলে সতীর্থ রবীচন্দ্রন অশ্বিন ও উইন্ডিজের জেসন হোল্ডারকে পেছনে ফেলে উঠে গেলেন শীর্ষে।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। অজিদের বিপক্ষে ১৮৫ রানের অনবদ্য ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে এক লাফে ১০ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে গেছে পাকিস্তানের আজহার আলি। দুই ধাপ এগিয়ে টাইগার ব্যাটার মুশফিকুর রহিম এখন ২২তম স্থানে।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে ৬ ধাপ এগিয়ে আফগানদের হজরতউল্লার অবস্থান এখন ১৩তে।
টি-টুয়েন্টি বোলিংয়ে টাইগারদের মধ্যে নাসুমের পরের অবস্থানে মেহেদী হাসান। এক ধাপ এগিয়েছে তিনি আছেন ১৩তে। সিরিজজুড়ে বিবর্ণ সাকিব আল হাসানের নেমে গেছে চার ধাপ, তিনি এখন ১৯ নম্বরে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












