জ্বালানি তেল ব্যারেলপ্রতি ১৭৫ ডলার স্পর্শ করার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১০ ১৪:৩৩:৩৪


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্ড ক্রুডের দাম প্রতি ব্যারেল ১৭৫ ডলার স্পর্শ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল রফতানি দুই-তৃতীয়াংশ কমে এলে এমনটা দেখা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে প্রতিদিন ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে থাকে রাশিয়া। এর পরিমাণ ২০ লাখ ব্যারেল কমে এলে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১৪৫ ডলার স্পর্শ করবে। সমুদ্রপথে রাশিয়ার জ্বালানি তেলের সরবরাহ ৪০ লাখ ব্যারেল কমে এলে প্রতি ব্যালের ব্রেন্ট ক্রুডের দাম ১৭৫ ডলার স্পর্শ করতে পারে বলে সতর্ক করেছে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষকরা।

সানবিডি/এনজে