

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সরকার। খবর প্রকাশ করেছে বিবিসি।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অর্থনীতি বিভাগ এ নিষেধাজ্ঞার কথা জানায়। বিবৃতিতে জানায়, রোমান আব্রামোভিচ একজন ক্রেমলিনপন্থী লোক। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের লোক। যদিও আগে পুতিন বা ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক সম্পর্কের কথা অস্বীকার করেছেন আব্রামোভিচ।
এদিকে, চেলসিকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার। এক টুইট বার্তায় দেশটির সংস্কৃতি সচিব নাদিন ডরিস বলেছেন, ক্লাবটিকে বিশেষ লাইসেন্স দেওয়া হবে। যেন তারা খেলতে পারে এবং এ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করতে পারে।
তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ক্লাব এবং দেশের খেলায় যেন কোনো ধরনের অপ্রয়োজনীয় সমস্যা নয় হয়, সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে ব্রিটিশ সরকার।
এর আগে চেলসিকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিয়ান ধনকুব রোমান আব্রামোভিচ। কিন্তু এখন নিষেধাজ্ঞার মুখে পড়ায় সেটি আর সম্ভব হবে না।