
লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) বুধবার অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। সেশনের শুরুতে ধাতব পণ্যটির দাম বাড়ে প্রায় ৫ দশমিক ২ শতাংশ। শিল্প ধাতুটির প্রধান সরবরাহকারী রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে এমনটা হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে স্থানীয় সময় সকাল ৬টায় অ্যালুমিনিয়ামের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৩ হাজার ৫২৬ ডলার। এর আগে একটি সেশনে পণ্যটির দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি টন দাঁড়ায় ৩ হাজার ৪৫৫ ডলারে। সিঙ্গাপুরভিত্তিক এ ব্যবসায়ী বলেন, বাজারে অনেক আশঙ্কা চলমান থাকায় অংশগ্রহণকারী ও বাজার নির্মাতারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। ফলে অ্যালুমিনিয়ামের ভবিষ্যৎ সরবরাহের জন্য তিন মাসের চুক্তিতে কোনো তারল্য দেখা যাচ্ছে না।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে রুশ পণ্যের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের দাম এরই মধ্যে অস্থির করে তুলেছে। বৈশ্বিক অ্যালুমিনিয়ামের ৬ শতাংশ উৎপাদন করে থাকে রাশিয়া এবং নিকেলের ১০ শতাংশ সরবরাহ করে থাকে দেশটি। একই সঙ্গে রাশিয়া প্রাকৃতিক গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ উৎপাদন করে থাকে, যা অ্যালুমিনিয়াম ও জিঙ্কের মতো ধাতু তৈরিতে ব্যবহূত হয়।
এদিকে দাম বাড়ার ফলে নিকেলের বাণিজ্যিক চুক্তি বন্ধ করে দিয়েছে এলএমই। এ সময় প্রতি টন নিকেলের দাম ১ লাখ ডলার স্পর্শ করলে এমন পদক্ষেপ নেয় এলএমই। ১১ মার্চের আগে নিকেলের বাণিজ্য ফিরিয়ে আনারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
সানবিডি/এনজে