পপ তারকা টেইলর সুইফট ফের গ্রামি জয় করেছেন। প্রথম গায়িকা হিসেবে এই নিয়ে দ্বিতীয় বার গ্র্যামি সেরা অ্যালবামের পুরস্কার জিতলেন টেইলর। তার জনপ্রিয় অ্যালবাম ‘১৯৮৯’ এবারে বর্ষসেরা অ্যালবাম নির্বাচত হয়েছে। ২০০৮ সালে ‘ফিয়ারলেস’-এর জন্য সেরা অ্যালবামের পুরস্কার জেতেন টেইলর।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে আয়োজন করা হয় গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৫৮তম আসর। এতে ৮০টিরও বেশি বিভাগে পুরস্কার দেওয়া হয়।
এছাড়া ক্রেরিস স্ট্যাপলেটনের ট্রাভেলার সেরা দেশীয় অ্যালবাম, এড শিরান এবং অ্যামি ওডেজের থিংকিং আউট লাউড বর্ষসেরা গান, ব্রুনো মার্সের মার্ক রনসনের আপটাউন ফাঙ্ক রেকর্ড অব দ্য ইয়ার, জাস্টিন বিবারের সঙ্গে ক্রিললেক্স ও ডিপলোর নাচ সেরা নাচ রেকর্ডিং, ডোন্ট ওয়ান্না ফাইট: আলবামা শেকস সেরা রক এবং মেগান ট্রেইনর সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বরে জন্ম নেওয়া এই পপসংগীত তারকা গানের শুরু মাত্র ১৪ বছর বয়সে। ২০০৩ সালে তিনি বিগ মেশিন রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সে সময় সর্বকনিষ্ঠ গীতিকার হিসেবে সনি ও এটিভি মিউজিকের সঙ্গে কাজ করেছেন তিনি।