মিনিকেট-নাজিরশাইল চাল বন্ধে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১১ ২১:০০:৪৪

মিনিকেট-নাজিরশাইল নামে ধান নেই, এ নামে চাল বিক্রি বন্ধে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক কৃষি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
এসময় কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে মিনিকেট ও নাজিরশাইল চালে বাজার সয়লাব। ব্যবসায়ীরা মূলত মোটা চালকেই কেটে এ সব নামে বিক্রি করছে। ভোক্তাদের সাথে প্রতারণা করছে। যা চলতে দেয়া ঠিক হবে না। সরকার এ বিষয়ে নজর রাখছে। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে। আগামীতে চালের বস্তায় জাতের নাম লিখে বিক্রি করতে হবে। সে লক্ষে কর্ম-পরিকল্পনা ঠিক করছে সরকার।
পরে ভিজিএফ এর চাল প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, এই চালের ৬০ ভাগ মানুষ খায় না, বিক্রি করে দেয়।
বাজারে চালের প্যাকেটে সংশ্লিষ্ট ধানের জাতের নাম উল্লেখ করতে হবে। না করলে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে সরকার বলেও জানান কৃষিমন্ত্রী।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












