জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বিডিনিউজের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার দুপুরে এ খবর নিশ্চিত করেন জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জবি সাংবাদিক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার সময় কাজী মোবারক হোসেনসহ দুই সাংবাদিকের উপর চাপাতি দিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় মুখে কালো কাপড় বেধে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেন জবিতে কর্মরত সাংবাদিকরা। পরে তারা জবি ভিসির কাছে স্বারকলিপি প্রদান করেন।
এ সময় ভিসি বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবেনা এ ব্যাপারে তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া অন্যন্য হামলাকারীদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করবে তদন্ত কমিটি।
সানবিডি/ঢাকা/রাআ