আইপিএল থেকে ৮০০ কোটি রুপি আয় করবে বিসিসিআই!

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-১২ ১৭:৫৪:১৮


ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর বদলে গেছে। ভিভোর জায়গায় এবারের আইপিএলের টাইটেল স্পন্সর পেয়েছে টাটা গ্রুপ। এছাড়া স্পন্সরশীপ স্বত্ত্বের সঙ্গে যুক্ত হয়েছে পুরনো সাতটিসহ মোট নয়টি বড় বড় প্রতিষ্ঠান। এতে ১৫তম আসরে এসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সবচেয়ে বেশি অর্থ কামাবে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সংবাদ মাধ্যমের মতে, এবারের আইপিএল থেকে বিসিসিআই ৮০০ কোটি রুপি রেভিনিউ করবে। যা ২০০৮ সালে আইপিএলে মাঠে গড়ানোর পর থেকে সবচেয়ে বেশি। নিউজ এইটটিন জানিয়েছে, আইপিএলের ১৫তম আসরে দেশটির বোর্ড সুইজি ইনস্টামার্ট থেকে ৪২ ও রুপাই থেকে আয় করবে ৪৪ কোটি রুপি।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বোর্ডের রেভিনিউ বাড়ায় উচ্ছ্বসিত। সামনের বছরগুলোতে আয় আরও বাড়বে বলে উল্লেখ করেন তিনি। টাটা গ্রুপের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুই বছরের চুক্তি হয়েছে। প্রতি বছর তারা টাইটেল স্পন্সর বাবদ প্রতিষ্ঠান থেকে পাবে ৩৩৫ কোটি রুপি। এবারের আইপিএলে দল বেড়ে হয়েছে দশটি। ম্যাচও বেড়েছে। সেজন্য বোর্ডের আয় বাড়ছে বলেও মনে করা হচ্ছে।

আইপিএলের ১৫তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ। প্রথম ম্যাচে গেল আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে। এবারের আসরে লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স নতুন দল। ১০ দলের এই টুর্নামেন্টে ৭০ ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রতি দল ১৪টি করে ম্যাচ খেলবে। আসর শেষ হবে ২৯ মে।

সানবিডি/এনজে