দৈনিক ৪ লাখ ব্যারেল উত্তোলন বাড়ানোর সম্ভাবনা ভেনিজুয়েলার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৪:২২:১৮


প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে ভেনিজুয়েলা। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পিডিভিএসের সঙ্গে অংশীদারত্ব বাণিজ্যের অনুরোধ যুক্তরাষ্ট্র দ্বারা অনুমোদিত হলে অতিরিক্ত পরিমাণ তেল উত্তোলন শুরু করবে ভেনিজুয়েলা। খবর রয়টার্স।

এ বিষয়ে ভেনেজুয়েলার পেট্রোলিয়াম চেম্বারের প্রেসিডেন্ট রোনাল্ডো কুইন্টেরো বলেন, আনুষ্ঠানিক হিসেবে জানুয়ারিতে ভেনিজুয়েলার অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন গড়ে প্রতিদিন ৭ লাখ ৫৫ হাজার ব্যারেল ছিল। এ প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতিদিন আরো ১২ লাখ ব্যারেল যুক্ত হবে এর সঙ্গে।

গত সপ্তাহে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বৈঠকে ২০১৯ সাল থেকে দেশটির ওপর চলমান রফতানি নিষেধাজ্ঞা শিথিলের মাধ্যমে যেকোনো ধরনের চুক্তির আওতায় তেল সরবরাহ চায় যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে কুইন্টেরো জানান, ভেনিজুয়েলার বর্তমান তেল উত্তোলন সক্ষমতার আলোকে দেশটি প্রতিদিন আরো চার লাখ ব্যারেল পর্যন্ত তেল উত্তোলন করতে পারবে।

সানবিডি/এনজে