এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালক ও সাবেক ভাইস-চেয়ারম্যান এবং মীর আক্তার হোসেন লিঃ এর চেয়ারম্যান ও মীর গ্রুপের প্রেসিডেন্ট সোহেলা হোসেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য টেলিপ্রেস-ট্রাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পেয়েছেন।
শনিবার (১২ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এর কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন সোহেলা হোসেন। অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ এর সভাপতি সালাম মাহমুদ এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ও শিক্ষাবিদ সোহেলা হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে প্রথম শ্রেণীতে অনার্স এবং মাস্টার্র্স সম্পন্ন করেন। সোহেলা হোসেন সুদীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবনে ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা করেছেন। তিনি ‘শান্তির প্রতীক নবীজি’ এবং ‘প্রত্যাহিক জীবনে কোরানের ভূমিকা’ শীর্ষক দুটি ধর্মীয় বই রচনা করেছেন। বই দুটি বাংলাদেশ এবং ভারতে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
এএ