সফরটি চ্যালেঞ্জিং হবে: সাকিব
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৪ ১০:০৯:০৫

দলগত পারফরমেন্স করলে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করা সম্ভব বলে মনে করছেন সাকিব আল হাসান। তবে টাইগারদের এই সফরটি চ্যালেঞ্জিং হবে বলেও জানান এ অলরাউন্ডার।
রোববার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন ।
এ সময় সাকিব বলেন, আমি ভালো পারফর্ম করলাম, টিম খারাপ পারফর্ম করলো; তা ভালো নয়। আবার অন্য কেউ পারফর্ম করলো, আমি করলাম না; সেটিও ভালো নয়। আমরা সবাই যদি পারফর্ম করি, তাহলে দলের জন্য ভালো হবে। এ সিরিজে দলগত পারফরমেন্সেই ভরসা দেখছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
প্রথম ম্যাচে সাকিবকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে হাসি দিয়ে বলেন, আজকে তো ১৩ তারিখ। কাল থেকে প্র্যাকটিস করবো। সিরিজের আগে অনুশীলনে প্রস্তুতি সেরে নেয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন সাকিব আল হাসান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












