চীনে ৪ দশমিক ১ শতাংশ কমেছে আকরিক লোহার দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৪ ১৩:৫৯:৩৩


চীনে স্টেইনলেস স্টিলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য  ৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি টন ১৯ হাজার ১৪০ ইউয়ান। তবে সারা সপ্তাহের হিসাবে স্টেইনলেস স্টিলের দাম ১ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে। নিকেলের দামে অস্থিরতা চলমান থাকায় এমনটা হয়েছে।

এদিকে ফেব্রুয়ারিতে চীনের তামার পাত উৎপাদন বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। এক মাস আগের তুলনায় উৎপাদন বৃদ্ধির এ দৃশ্য দেখা যায়। গবেষণা প্রতিষ্ঠান অ্যান্টাইকের দেয়া এক তথ্যে এমনটা দেখা যায়।

ফেব্রুয়ারিতে চীনের ২২টি তামা গলানোর প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ৭ লাখ ৮৫ হাজার ৯০০ টন তামার পাত উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। জানুয়ারিতে এসব প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ ছিল ৭ লাখ ৫১ হাজার ৭০০ টন। এসব প্রতিষ্ঠান দেশটির মোট সক্ষমতার ৮৩ শতাংশের জোগান দেয়।

অ্যান্টাইক জানায়, চলতি মাসে এসব কোম্পানির মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় আট লাখ টনে। চলতি বছরের প্রথম দুই মাসে এসব প্রতিষ্ঠান মোট ১৫ লাখ ৩০ হাজার টন তামার পাত উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি।

অন্যদিকে ফেব্রুয়ারিতে চীনের সীসা উৎপাদন ৫১ হাজার টন কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৩২ হাজার টন।

সানবিডি/এনজে