২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আঙ্গাস ডেটন। ৬৯ বছর বয়সী এই শিক্ষক দারিদ্র্য, স্বাস্থ্য, জনকল্যাণ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে গবেষণা করেন।
সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক সংবাদ সম্মেলনে ‘রয়্যাল সুইডিশ একাডেমি’ ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যুক্তরাজ্যের নাগরিক আঙ্গাস ডেটনের নাম ঘোষণা করে।
মাইক্রো, মাক্রো ও উন্নয়ন অর্থনীতি রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে নোবেল কমিটি জানিয়েছে।
ডেটন তার অর্থনৈতিক নকশায় যে নীতির কথা বলেছেন, তাতে জনগণের কল্যাণ ও দারিদ্র্য কমানোর কাজে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছে নোবেল কর্তৃপক্ষ। এ ছাড়া তার গবেষণায় স্থান পেয়েছে ব্যক্তিগত ভোগের ক্ষেত্রে পছন্দের বিষয়টিও। পুরস্কারের হিসেবে ডেটন পাবেন ৮ মিলিয়ন সুইডিশ ক্রাউন (৯৭৮,০০০ মার্কিন ডলার)।
পুরস্কার জেতার পর ডেটন এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘খুবই ভাল লাগছে। কিন্তু অন্ধ আশাবাদী নই। কারণ আমি জানি, বিশ্বের অগণিত মানুষ এখনও দারিদ্র ও অন্যান্য সমস্যায় জর্জরিত।’