জনপ্রিয় দুই অভিনয় শিল্প আফরান নিশো এবং পিয়া বিপাশা। প্রত্যেকেই স্ব স্ব অভিনয় দিয়ে বেশ আলোচিত। এর আগে একসাথে কাজ করলেও জুটি বাঁধা হয়ে ওঠেনি তাদের। কিন্তু এবার হলেন।
সম্প্রতি তাদের নিয়ে নির্মিত হয়েছে ‘বিপ্রতীপ’ শিরোনামে একটি নাটক। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন সাইফুল আলম শামীম।
নাটক প্রসঙ্গে অভিনেতা পিয়া বিপাশা বলেন, ‘অনেকদিন ধরেই শামীম ভাই আর আমি এক সাথে কাজ করার পরিকল্পনা করছিলাম। কিছুদিন আগে তিনি নাটকের গল্পটা শোনালেন। খুব ভালো লেগেছিল। সেই চিন্তা থেকেই কাজটি করেছি। তাছাড়া নিশো ভাইয়ের সাথে কাজ করব এই ভাবনাটাও বেশ আনন্দ দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘নাটকের গল্পটি গতানুগতিক নয়। একই মানুষের বিপরীত চরিত্র। মানুষ ভেদে মানুষের চরিত্রের পার্থক্য হয়। আবার অবস্থা ভেদেও হয়। তেমন গল্প নিয়েই নির্মিত হয়েছে `বিপ্রতীপ`। ভালোবাসা দিয়ে জয় সব কঠিন কিছু জয় করা যায় মূলত সেই বিষয়টি এ নাটকের উপজীব্য বিষয়। আশা করি সবার কাছে কাজটি ভালো লাগবে।’
নির্মাতা সাইফুল আলম শামীম জানিয়েছেন, ‘বিপ্রতীপ’ নাটকটি আগামী ১০ মার্চ রাত ৯টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
সানবিডি/ঢাকা/এসএস