রাশিয়া-ইউক্রেন থেকে ১২ শতাংশ গম রফতানি কমার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৫ ১৪:০০:১৪

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের বড় প্রভাব এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে দৃশ্যমান হয়েছে। এ বিষয়ে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য বলছে, এ বছর কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে গমের রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমতে পারে। যার বড় প্রভাব পড়তে পারে ইউরোপসহ আফ্রিকার অনেক দেশে। খবর ওয়ার্ল্ড গ্রেইন।
বর্তমানে বিশ্বে রাশিয়া ও ইউক্রেন অন্যতম দুই শীর্ষ গম রফতানিকারক। দেশ দুটি সম্মিলিতভাবে আন্তর্জাতিক বাজারে গমের ৩০ শতাংশ সরবরাহ করে। তবে চলমান যুদ্ধে সেই সরবরাহ চেইনে বড় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ। সংস্থাটির মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরীয় অঞ্চলের দেশ দুটি থেকে এ বছর গমের রফতানি ১২ শতাংশের মতো কমতে পারে।
এর আগের প্রতিবেদনের চেয়ে এবার রফতানি আরো কম হওয়ার প্রাক্কলন করেছে ইউএসডিএ। ওই প্রতিবেদনে রাশিয়া ও ইউক্রেন থেকে এ বছর গমের রফতানি প্রাক্কলন ধরা হয় ৫ কোটি ২০ লাখ টন। তবে সংস্থাটি এখন বলছে, আগের প্রাক্কলনের চেয়ে রফতানি ৭০ লাখ টন কমতে পারে। ইউএসডিএ বলছে, চলমান যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চলের গমের ওপর নির্ভরশীল দেশগুলো অধিকমাত্রায় ভোগান্তিতে পড়বে। সরবরাহ কমায় বেশি দামেও পণ্যটি আমদানি করতে হিমশিম খেতে পারে এসব দেশ। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোসহ তুরস্ক, মিসর, আফগানিস্তান, আলজেরিয়া, কেনিয়া, পাকিস্তান, তানজানিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোয় এর প্রভাব তীব্র হবে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













