১০ শতাংশ কমেছে মালয়েশীয় পাম অয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৫ ১৪:০৮:৩৪


টানা কয়েক সপ্তাহ ধরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ঊর্ধ্বমুখী ছিল। তবে সোমবার সেটি কমেছে। ভোজ্যতেলটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য একদিনে প্রায় ১০ শতাংশ কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের মে মাসের সরবরাহ মূল্য গতকাল প্রথমার্ধের পর সাড়ে ৭ শতাংশের বেশি কমে যায়। এ সময় টনপ্রতি মূল্য ৫০৭ রিঙ্গিত কমে ৬ হাজার ২০০ রিঙ্গিতে দাঁড়ায়। এর আগে গত তিন সপ্তাহ ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছিল।

বর্তমানে বিশ্বে পাম অয়েলের শীর্ষ উৎপাদক ও রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। আর দ্বিতীয় শীর্ষ দেশ মালয়েশিয়া। সাম্প্রতিক সময়ে ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজার বেশ অস্থির হওয়ায় পাম অয়েলের রফতানি সীমিত করেছে ইন্দোনেশিয়া। এজন্য নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

শীর্ষ সরবরাহকারী দেশের এ বিধিনিষেধ ক্রেতাদের মালয়েশিয়ামুখী করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এরই মধ্যে মালয়েশিয়া থেকে ভোজ্যতেলটির আমদানি বাড়াতে উদ্যোগ নিয়েছে শীর্ষ ভোক্তাদেশ ভারত।

সানবিডি/এনজে