দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তা বাতিলের আহ্বান জানিয়েছে বিএনপি। তারা বলেছে, রাষ্ট্র ও সমাজে বিভাজন তৈরি করতেই সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সোমবার মন্ত্রিসভায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অধ্যাদেশ আকারে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সোমবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘যখন বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল তখনও বিএনপি এভাবে নির্বাচন আয়োজন না করার আহ্বান জানিয়েছিল। কিন্তু সব দাবিকে উপেক্ষা করে এরকম সিদ্ধান্তে মহাদুরভিসন্ধী কাজ করছে বলে মনে করি।’
রিপন বলেন, ‘বিএনপিকে নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে রাখতেই দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনেন সিদ্ধান্ত নিয়েছে। এভাবে নির্বাচনের মাধ্যমে সরকার বিদেশিদের বুঝাতে চাইবে যে তাদের প্রতি জনসমর্থন রয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক মহিলা সাংসদ শাম্মী আক্তার প্রমুখ।