২৩ শতাংশ বেড়েছে ভারতের ভোজ্যতেল আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৬ ১৪:৩৯:৪৬


ভারতের ভোজ্যতেল আমদানি বাড়তির দিকে রয়েছে। ফেব্রুয়ারিতে আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে। আমদানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পরিশোধিত পাম অয়েল। সম্প্রতি এ তথ্য জানিয়েছে সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ)।

এ বিষয়ে সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ফেব্রুয়ারিতে ভারত ৯ লাখ ৮৩ হাজার ৬০৮ টন ভোজ্যতেল আমদানি করে। গত বছরের একই মাসে আমদানি হয়েছিল ৭ লাখ ৯৬ হাজার ৫৬৮ টন। ফেব্রুয়ারিতে ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় পরিশোধিত পাম অয়েল। পণ্যটির আমদানি বেড়ে ৩ লাখ ২ হাজার ৯২৮ টনে পৌঁছেছে।

অন্যদিকে মোট উদ্ভিজ্জ তেল (ভোজ্য ও ভোজ্য নয় এমন) আমদানি বেড়ে ১০ লাখ ১৯ হাজার ৯৯৭ টনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৮ লাখ ৩৮ হাজার ৬০৭ টন। গত মাসে ভোজ্য নয় এমন উদ্ভিজ্জ তেল আমদানি ৪২ হাজার ৩৯ টন থেকে কমে ৩৬ হাজার ৩৮৯ টনে নেমেছে। অপরিশোধিত পাম অয়েল আমদানিও কমেছে। গত বছরের ফেব্রুয়ারিতে ভারত ২৪ লাখ ৮৯ হাজার ১০৫ টন অপরিশোধিত পাম অয়েল আমদানি করলেও চলতি বছরের একই মাসে তা কমে ১৫ লাখ ৬২ হাজার ৬৩৯ টনে নেমেছে।

সানবিডি/এনজে