হিলিতে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে গমের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-১৭ ১৪:৪৪:০৬


আসন্ন রমজান মাসকে ঘিরে দেশের বিভিন্ন ফ্লাওয়ার মিলগুলোতে গমের ব্যাপক চাহিদা রয়েছে। বাড়তি এই চাহিদা পূরণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আমদানি। তবে আমদানি বাড়লেও চাহিদা বেশি থাকায় বেড়েছে দাম। সাতদিনের ব্যবধানে কেজিপ্রতি গমের দাম চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে। এতে বিপাকে পড়েছেনে বন্দরে গম কিনতে আসা পাইকার ও ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়ানোর কারণে দেশের বাজারেও গমের দাম বেড়েছে।

এ ব্যাপারে স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে এক হাজার ২৮৪টি ট্রাকে ৫৩ হাজার ৪৪ টন গম আমদানি হয়েছে। ফেব্রুয়ারি মাসে এক হাজার ১৪৮টি ট্রাকে ৩৯ হাজার ৪৩২ টন গম এসেছে। চলতি মার্চ মাসে আমদানির পরিমাণ আরো বেড়েছে।

দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ফ্লাওয়ার মিলগুলোতে দেশে উৎপাদিত গম দিয়ে চাহিদা না মেটায় বেশ কয়েক বছর ধরে ইউক্রেন ও রাশিয়া থেকে গম আমদানি হচ্ছিল। কিন্তু সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে আমদানি বন্ধ রয়েছে। তেমনি ওই পথ দিয়ে অন্যকোনো দেশ থেকেও পানিপথে জাহাজে করে গম আমদানি সম্ভব হচ্ছে না। তাই বিকল্প হিসেবে ভারত থেকে গম আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে দেশে বাড়তি গমের চাহিদাকে পুঁজি করে ভারতীয় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। এতে হঠাৎ করে গমের দাম বাড়ায় গম কিনতে এসে বিপাকে পড়ছেন পাইকাররা।

হিলি স্থলবন্দরে গম কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন ফ্লাওয়ার মিলগুলোতে গমের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা হিলি বন্দর দিয়ে আমদানি হওয়া গম কিনে ফ্লাওয়ার মিলগুলোতে সরবরাহ করে থাকি। এর ওপর রমজানকে ঘিরে ফ্লাওয়ার মিলগুলোতে সেই চাহিদা আরো বেড়েছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে গেছে। যে গম ২৭-২৮ টাকা কেজি দরে কিনেছি, তা এখন ৩২-৩৩ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এতে করে আমরা খুব বিপাকে পড়ে গেছি।

সানবিডি/এনজে