বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কসোভো
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১৭ ১৭:৩৬:২১
কসোভোতে দক্ষ জনশক্তির প্রকট সংকট রয়েছে এবং তা পূরণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ওই দেশের বেসরকারি খাত। এ বিষয়ে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের অনুরোধও করেছে তারা।
ওই দেশে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া সম্প্রতি তিনদিনের কসোভো সফরে বেসরকারি খাতের সঙ্গে আলোচনার সময় উভয় দেশের জয়েন্ট ভেঞ্চার নিয়েও কথা বলেন।
এ বিষয়ে দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে রাষ্ট্রদূত ওইদেশের পররাষ্ট্রমন্ত্রী ডোনিকা গারভায়া শোয়ার্জ, অর্থমন্ত্রী আরতানে রিজভানোলি এবং শিল্পমন্ত্রী রোজেটা হাজদারির সঙ্গে বৈঠক করেন। এছাড়া প্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য রাখেন।
ডোনিকা গারভায়ার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের উপর জোর দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কসোভোর প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণের বিষয়টিও উত্থাপন করেন রাষ্ট্রদূত।
এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কসোভোকে সমর্থন জানানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। কসোভোর অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে হোম টেক্সটাইলস, তৈরি পোষাক শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ কয়েকটি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
এসময় সহযোগিতা বাড়ানোর জন্য যৌথ বিজনেস কাউন্সিল, দ্বৈতকর পরিহার চুক্তি ও বিনিয়োগ প্রমোশন চুক্তি করার বিষয়ে জোর দেওয়া হয়।
সানবিডি/এনজে