শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের গ্রুপ নির্ধারণ
প্রকাশ: ২০১৫-১০-১২ ১৮:১১:০২
জমজমাট আয়োজনের মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। সোমবার ঢাকার একটি হোটেলে চট্টগ্রাম আবাহনী ক্লাব আয়োজিত ক্লাবভিত্তিক এই টুর্নামেন্টের অংশ নেওয়া ৮ ক্লাব কে কোন গ্রুপে খেলছে তা জানানো হয়েছে। ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডানকে দুই গ্রুপে রেখে গ্রুপিং করেছেন টুর্নামেন্টের আয়োজকরা। একইভাবে আলাদা গ্রুপে রাখা হয়েছে কলকাতার দুই ঐতিহ্যবাহী দল ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডানকেও।
‘এ’ গ্রুপের হয়ে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, কলকাতা মোহামেডান, আফগানিস্তানের ডি স্পিনগার বাজার ক্লাব এবং শ্রীলঙ্কার সলিড এফসি ক্লাব। আর ‘বি’ গ্রুপে খেলছে আবাহনী লিমিটেড, ভারতের কিংফিশার ইস্ট বেঙ্গল, পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ফুটবল ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী।
বাংলাদেশের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল। সেই ফুটবলকেই আবার আগের জনপ্রিয়তায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম আবাহনী ফুটবল ক্লাব। আগামী ২০ অক্টোবর বাণিজ্যিক শহর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। এটাই দেশের প্রথম কোনো ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। সকলের প্রত্যাশা এই টুর্নামেন্টের ফলে ফুটবল ফিরে পাবে তার হারানো স্বকীয়তা।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ একটি উদ্বোধন অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য প্রতিটি ক্লাবের বিমান যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সবকিছু আয়োজকরাই বহন করবে। প্রতিযোগিতার বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পাচ্ছে ২৫ হাজার ইউএস ডলার এবং রানার্সআপ পাবে ১০ ইউএস ডলার। তা ছাড়া প্রতিটি দল অংশগ্রহণের জন্য পাবেন ৫ হাজার ইউএস ডলার।
সোমবার টুর্নামেন্টের আহবায়ক চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনের উপস্থিতিতে আসরের লোগো উন্মোচন ও গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, চট্টগ্রাম আবাহনী ক্লাবের মহাসচিব এবং বাফুফের সদস্য শামসুল হক চৌধুরী এমপি, এম এ লতিফ এমপি, চট্টগ্রাম আবাহনীর চীপ কো-অর্ডিনেটর এবং ক্লাব চেয়ারম্যান তরফদার রুহুল আমিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘শেখ কামাল টুর্নামেন্ট আয়োজন করার জন্য বাফুফে এবং চট্টগ্রাম আবাহনীকে ধন্যবাদ। আশা করি, এটি প্রতি বছরই এই আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মধ্যে দিয়ে ফুটবল খেলা দেখতে আবারো দর্শকরা স্টেডিয়ামমুখী হবে।’
টুর্নামেন্টের আহবায়ক এবং চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘শুধু ক্রিকেট নয়, বাংলাদেশে ফুটবলসহ অন্যান্য খেলাও এগিয়ে যাচ্ছে। এটা ঠিক ফুটবলে আর আগের জনপ্রিয়তা নেই। কিন্তু শেখ কামাল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আবারো ফুটবলের জনপ্রিয়তা ফিরে আসবে। মাঠে দশর্ক আসবে। চট্টগ্রাম আবাহনী এমন একটি উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ। আশা করি, এটি প্রতি বছরই অনুষ্ঠিত হবে এবং আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন সবই করব।’