৪ রানের আক্ষেপ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৮ ১১:৩০:৩১

শেষ দিকে কেবল একটা কথাই মনে হচ্ছিল, ইস! যদি আরেকজন ব্যাটার ক্রিজে থাকতো। তাহলে হয়তো ফলটা বাংলাদেশের পক্ষে আসতো। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশও অল্পের জন্য হেরে গেছে। বাংলাদেশ নারী দলকে ৪ রানের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার (১৮ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ বল বাকি থাকতে ১৩৬ রানে অলআউট হয়ে যায় লাল-সবুজ বাহিনীরা।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












