টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৩-১৮ ১৬:৫৫:০৮


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ শুক্রবার (১৮ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ একাদশ:

তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। পেসে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের সঙ্গে শরিফুল ইসলাম। স্পিনে মেহেদি হাসান মিরাজের সাকিব আল হাসান। হাত ঘোরাতে পারবেন মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা আফিফ হোসেনও।

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এএ