
চলতি ২০২১-২২ বিপণন মৌসুমে ভারতের চিনি রফতানি বৃদ্ধির পূর্বাভাস মিলেছে। মৌসুম শেষে রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৭৫ লাখ টনে। আগের মৌসুমে দেশটি রফতানি করেছিল ৭১ লাখ টন চিনি। সম্প্রতি ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অবিনাশ বার্মা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে দুবাইয়ে অনুষ্ঠিত সুগার কনফারেন্সে বার্মা বলেন, চলতি মৌসুমে আমরা এরই মধ্যে ৬৩ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছি। প্রতি সপ্তাহেই খুব দ্রুতগতিতে চুক্তি সম্পাদিত হচ্ছে। শুধু তাই নয়, চলতি মৌসুমে চিনি উৎপাদন বাড়ার কথাও জানিয়েছেন তিনি।
বার্মা বলেন, ২০২১-২২ মৌসুমে ভারতে ৩ কোটি ৩৩ লাখ টন চিনি উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৩ কোটি ১২ লাখ টন।
তিনি আরো বলেন, ২০২২-২৩ মৌসুম নিয়ে পূর্বাভাস দেয়ার সময় এখনো আসেনি। কারণ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণের ওপর উৎপাদন পরিস্থিতি নির্ভর করছে। এ সময় কয়েক লাখ টনের ব্যবধান তৈরি হতে পারে।
সানবিডি/এনজে