ভারতের স্বর্ণ উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ২০ টনে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২০ ১৪:১৩:১৯

চলতি বছর ভারতে স্বর্ণ উত্তোলণ লক্ষণীয় মাত্রায় বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
সংস্থাটি বলছে, এ বছর ভারতে স্বর্ণ উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ২০ টনে। গত বছর যা ছিল মাত্র ১ দশমিক ৬ টনের কাছাকাছি। দক্ষিণ এশিয়ার দেশটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী। দেশটিতে যে পরিমাণ স্বর্ণের চাহিদা রয়েছে তার সিংহভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। তবে ঊর্ধ্বমুখী উত্তোলন নয়াদিল্লিকে আমদানি কমিয়ে আনতে সহায়তা করবে।
গত বছর ভারত স্বর্ণ আমদানিতে বিপুল অর্থ ব্যয় করেছে। এ সময় দেশটি ৫ হাজার ৫৭০ কোটি ডলার ব্যয়ে ১ হাজার ৫০ টন স্বর্ণ ক্রয় করে, যা এক দশকের মধ্যে সর্বাধিক। এছাড়া ২০২০ সালের তুলনায় আমদানি দ্বিগুণেরও বেশি বেড়েছে। ওই বছর দেশটি ৪৩০ টন স্বর্ণ আমদানি করেছিল।
কাউন্সিল বলছে, ভারতে একটি স্বর্ণ খনির অনুমোদন নিশ্চিত করতে লম্বা সময় লেগে যায়। এজন্য অনেক সংস্থা থেকে ছাড়পত্র নিতে হয়। ফলে ঝামেলা এড়াতে এ খাতে বিনিয়োগ করতে চায় না বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারসংশ্লিষ্টরা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













