

আগের ম্যাচে দুই ওপেনারের ভালো শুরুর ওপর দাঁড়িয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু আজকের ম্যাচে শুরুটা ভালো করতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। তার দেখানো পথে সাজঘরে ফিরে গেলেন দলের প্রাণভোমরা সাকিবও। এরপর গত ম্যাচে হাফ সেঞ্চুরি করা লিটন দাসও ১৫ রান করে রাবাদার বলে ক্যাচ তুলে ফেরেন গ্যালারিতে।
কাগিসো রাবাদার করা নিজের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে ফ্লিক করতে গিয়ে আউট হয়েছেন সাকিব। আউট হওয়ার আগে ছয় বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে ক্যারিয়ারে ১২তম ডাক তথা শূন্য রানে আউট হলেন সাকিব। তার আগে ৪ বলে ১ রান করে আউট হয়ে গেছেন তামিমও। শুরুতেই দুই উইকেট হারিয়ে কঠিন চাপে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮ রান। ক্রিজে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলি।
জোহানেসবার্গ ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে আজ গোলাপি জার্সি পরে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ‘পিঙ্ক ডে’ ম্যাচের অংশ হিসেবে এই জার্সি পরে মাঠে নেমেছে স্বাগতিকরা।
আজ এই ম্যাচের প্রতিটি চারের জন্য এক হাজার, ক্যাচ ও ছয়ের জন্য ১০ হাজার আফ্রিকান র্যান্ড আয় হবে। যা চারলট মেক্সিকি জোহানেসবার্গ অ্যাকাডেমিক হাসপাতালে প্রদান করা হবে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনে (উইকেট রক্ষক), জানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ওয়েইন পারনেল, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিডি।