ইসলামী বিশ্ববিদ্যলয়ে সবুজ হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে ব্যাপক মারধর করেছে ছত্রলীগ কর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যলয় চিকিৎসা কেন্দ্রে প্রথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যলয়ের বাংলা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র ও ছাত্রদল কর্মী সবুজ হোসেন অনুষদ ভবনের করিডোরে অবস্থান করছিল । এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী মেহেদী হাসান, রিজভী আহমেদ পাপন, গোলাম মোস্তফা সহ ৭-৮ জন সবুজকে ধাওয়া করে টিএসসির সামনে নিয়ে যায়। এ সময় সে মাটিতে পড়ে গেলে ছাত্রলীগ কর্মীরা তাকে এলোপাতারি কিল ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যলয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসা কেন্দ্রে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সবুজ হোসেন বলেন , “আমি ছাত্রদল করায় ছাত্রলীগ কর্মীরা আমাকে মারার হুমকি দিয়েছিল। এর জের ধরে আজ বেলা ১১ টার দিকে অনুষদ বভনের করিডোরে গেলে তারা আমাকে ধাওয়া করে । ধাওয়া দেওয়ার এক পর্যায়ে টিএসসির সামনে আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে মারধর করে ”।
এ ব্যপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন, “ছাত্রলীগকে নিয়ে বাজে মন্তব্য করায় ছাত্রলীগ কর্মীরা তাকে শাসন করেছে।” এ ব্যাপারে বিশ্ববিদ্যলয় প্রক্টর প্রফেসর ড: মাহবুবুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
সানবিডি/ঢাকা/রাআ