বাংলাদেশের নির্মাণ ও আসবাব শিল্পসহ বেশ কিছু খাতে তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য আরও সুদৃঢ় করার লক্ষে তুরস্ক বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে বলেও জানায় সংগঠনটি। বুধবার মতিঝিলের ফেডারেশন ভবনের সভাকক্ষে তুরস্কের এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক সংবা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের আসবাবশিল্প, তৈরি পোশাক খাত, নির্মাণখাত, টেক্সটাইল, পিভিসি পাইপ ইত্যাদি শিল্পখাতে তুরস্কের বিনিয়োগ এবং সে দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমদ।
সভায় তুরস্ক বাণিজ্য প্রতিনিধিদলের সদস্যরা তাদের প্রতিনিধিত্বকারী বিভিন্নখাতের পরিচয় দেন এবং বাংলাদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি ও বাংলাদেশে তুরস্কের বিভিন্ন সম্ভাবনাময় পণ্য রপ্তানির বিষয়ে বক্তব্য দেন।
আলোচনা শেষে দু’দেশের সম্ভাবনাময় খাতের প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীদের মধ্যে ‘ওয়ান টু ওয়ান’ সভা অনুষ্ঠিত হয়। সভায় এফবিসিসিআই পরিচালক এবং এফবিসিসিআই অধিভুক্ত বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ