রাশিয়ায় অ্যালুমিনা রফতানি নিষিদ্ধ করল অষ্ট্রেলিয়া
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২২ ০৯:১৭:২১

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ায় অ্যালুমিনা ও বক্সাইটসহ অ্যালুমিনিয়াম আকরিক রফতানি নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রোববার দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। মূলত ইউক্রেনে আক্রমণের প্রতিক্রিয়ায় চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। খবর রয়টার্স।
এ বিষয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ান সরকার জানায়, রাশিয়ায় যে পরিমাণ অ্যালুুমিনিয়ার চাহিদা রয়েছে, তার ২০ শতাংশই সরবরাহ করে অস্ট্রেলিয়া। এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদন সক্ষমতা কমে আসবে।
বিশ্লেষকরা বলছেন, রাশিয়া অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্যটির রফতানি বিপর্যয়ের মুখে পড়তে পারে।
বিবৃতিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার রফতানিকারক ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে। এ ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প বাজার সম্প্রসারণে দেশটির সরকার ও রফতানিকারকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
রাশিয়ার কুইন্সল্যান্ড অ্যালুমিনা লিমিটেডে (কিউএএল) অ্যাঙ্গলো-অস্ট্রেলিয়ান মাইনিং জায়ান্ট রিও টিন্টোর ৮০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এটির সঙ্গে যৌথভাবে কাজ করছে রাশিয়ার রুসাল ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













