পাম অয়েলের রফতানি শুল্ক দ্বিগুণ করল ইন্দোনেশিয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২২ ১০:৪০:৩৪

ইন্দোনেশিয়ার সরকার পাম অয়েলের সর্বোচ্চ শুল্ক দ্বিগুণ করেছে। শুল্ক বাড়ানোর প্রধান উদ্দেশ্য কোম্পানিগুলোকে পণ্যটি রফতানিতে নিরুৎসাহিত করা। কারণ দেশটিতে বর্তমানে পাম অয়েলভিত্তিক ভোজ্যতেলের সংকট চলছে। ফলে রফতানি বাড়লে এ সংকট আরো তীব্র আকার ধারণ করবে।
দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি একটি নীতিমালা প্রকাশ করে। এতে রফতানি শুল্ক ব্যাপকভাবে বাড়ানো হয়। নতুন নীতিমালার অধীনে প্রতি টন অপরিশোধিত পাম অয়েল (সিপিও) রফতানিতে শুল্ক দিতে হবে ৩৭৫ ডলার, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রতি টনের দাম দেড় হাজার ডলারেরও বেশি। এর আগে প্রতি টন পাম অয়েল রফতানিতে সর্বোচ্চ ১৭৫ ডলার শুল্ক দিতে হতো। অপরিশোধিত পাম অয়েল সহায়তা তহবিল (বিপিডিকেএস) শুল্কের অর্থ তহবিল আকারে গ্রহণ করবে।
এ ব্যাপারে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী মোহাম্মাদ লুতফি বলেন, সরকার পাম অয়েলের সর্বোপরি রফতানি শুল্কের সর্বোচ্চ সীমা বাড়াবে। রফতানি শুল্কের সঙ্গে আবগারি শুল্ক মিলিয়ে শুল্ক দিতে হবে ৮০ শতাংশ। সে হিসাবে প্রতি টনে শুল্ক বাবদ ব্যয় হবে ৬৭৫ ডলার।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













