১০.৬ শতাংশ বেড়েছে স্টেইনলেস ইস্পাতের বৈশ্বিক উৎপাদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২২ ১০:৪৯:৫২

২০২১ সালে স্টেইনলেস ইস্পাতের বৈশ্বক উৎপাদন ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৬৩ লাখ টনে। সম্প্রতি ইন্টারন্যাশনাল স্টেইনলেস স্টিল ফোরাম (আইএসএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইএসএসএফ যেসব অঞ্চলে উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণ করে, সেগুলোর সবক’টিতেই উৎপাদন বেড়েছে। এর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়া বাদে এশিয়ার অন্যান্য দেশে উৎপাদন সর্বাধিক বেড়েছে। অঞ্চলটিতে এক বছরের ব্যবধানে উৎপাদন ২১ দশমিক ২ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ লাখ টনে, যা বৈশ্বিক উৎপাদনের ১৩ দশমিক ৮ শতাংশ।
চীনে এক বছরের ব্যবধানে উৎপাদন ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ টনে, যা বৈশ্বিক উৎপাদনের ৫৪ দশমিক ৪ শতাংশ।
এদিকে ইউরোপে এক বছরের ব্যবধানে দুই অংকের প্রবৃদ্ধি এসেছে। উৎপাদন ১৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭২ লাখ টনে উন্নীত হয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ লাখ টন উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ বেশি।
এছাড়া ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার উৎপাদন ৪২ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ লাখ টনে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













