বে মেয়াদি ইউনিট ফান্ড আনতে ট্রাস্ট ডিড করলো সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি) ও বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। ২২ মার্চ, সোমবার, “সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের” জন্য ট্রাস্ট ডিড সই করা হয়েছে।
কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অনুমোদন দিলে এটি হবে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (সন্ধানী এএমএল) পরিচালিত প্রথম ফান্ড। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এসএলআইসির সিইও নিমাই কুমার সাহা এবং বিজিআইসির (ট্রাস্টি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী।
কোম্পানি সূত্র মতে, ফান্ডের আকার হবে ৫০ কোটি টাকা। উদ্যোক্তা সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দিবে ১০ কোটি টাকা। বাকী ৪০ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।
কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে,এটি দেশের প্রথম ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ভিত্তিক নো ডিভিডেন্ড ওপেন-এন্ডেড ফান্ড। ফান্ডটি বাংলাদেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। সন্ধানী এএমএল তার গতিশীল বিপণন প্রক্রিয়ার মাধ্যমে ফান্ডটিকে সর্বস্তরের বিনিয়োগকারীদের মাঝে পৌঁছে দিতে চায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সন্ধানী এএমএলের চেয়ারম্যান মোঃ শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ,বিজিআইসির আর্থিক পরামর্শক আনিসুজ জামান চৌধুরী, এফসিএ,সন্ধানী এএমএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মীর আরিফুল ইসলাম ,এসএলআইসির ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ, সেক্রেটারি মিজানুর রহমান এবং সন্ধানী এএমএলেরর চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ তানভীর ইসলাম।