চবির ঝর্ণায় নেমে দুই ছাত্র নিহত
প্রকাশ: ২০১৫-১০-১২ ১৮:২৭:০৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরি দল।
এরআগে বিকেল চারটার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। তারা ক্লাস শেষ করে ঝর্ণায় গোসল করতে নেমে ছিলেন।
ঝর্ণার পানিতে ডুবে মারা যাওয়া দুই ছাত্র হলেন, চবির মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন পাভেল ও আসাদুজ্জামান রিফাত। তারা দুইজনই ঘনিষ্ট বন্ধু এবং তাদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে চবি পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এস আই হাবিব বাংলামেইলকে বলেন, ‘ঝর্ণায় গোসল করতে নেমে চবির দুই ছাত্র নিখোঁজ হয়েছে। এঘটনার পর আমরা ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে দু’জনের উদ্ধার করা হয়।’
এদিকে চবির দুই ছাত্র নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ঘটাস্থলে রয়েছেন চবি প্রক্টর আলী আজগর চৌধুরী।