
দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ বাড়ায় মাত্র দু’দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে আরও ২০ টাকা কমেছে। এরআগে প্রতি কেজি কাঁচামরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৪০ টাকায় নেমেছে।
ক্রেতা খালেদ হোসেন বলেন, বাজারে সবকিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে মরিচের দাম কমায় খানিকটা স্বস্তি ফিরেছে। দু’দিন আগেও মরিচ ৬০ টাকা কেজি দরে কিনেছি। এখন তা ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। রমজানে দাম এমন থাকলে ক্রেতাদের সুবিধা হবে।
তবে সম্প্রতি নীলফামারীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচামরিচ উঠতে শুরু করায় বাজারে সরবরাহ বেড়েছে, কমেছে দাম। দু’দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা করে দাম কমেছে। সরবরাহ এমন থাকলে দাম বাড়বে না বলেও জানান তিনি।
সানবিডি/এনজে