ইউরোপকে গ্যাস দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৬ ০৮:৫৮:২৩


রাশিয়ার কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি নির্ভরতা কমাতে একটি বড় চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাসেলস সফরে গেলে শুক্রবার এ চুক্তির কথা ঘোষণা দেয়া হয়। খবর বিবিসি।

দীর্ঘ মেয়াদি চুক্তিটির লক্ষ্য, অন্তত ২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতি বছর পাঁচ হাজার কোটি ঘন মিটার গ্যাস নিশ্চিত করা। এ বছরে ইউরোপীয় ইউনিয়নকে অন্তত এক হাজার ৫০০ কোটি ঘন মিটার গ্যাস দেবে যুক্তরাষ্ট্র।

ইউরোপের প্রাকৃতিক গ্যাসের চাহিদার ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। তাপ এবং বিদ্যুত উৎপাদনের জন্য ইউরোপকে বহুলাংশেই নির্ভর করতে হয় রাশিয়ার গ্যাসের ওপর। এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জবাবে এরইমধ্যে দেশটির কাছ থেকে গ্যাস আদমানি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় জোট। ফলে ইউরোপকে অন্য দেশ থেকে জ্বালানি আমদানির পাশাপাশি নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ওপর জোর দিতে হবে। ফলে জ্বালানি খাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে মতদ্বৈধতা দেখা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে তিন দিনের সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থান করছেন। সেখানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করেন বাইডেন। আলোচনায় ইউক্রেনকে নতুন করে সহায়তা প্রদানের বিষয়টি উঠে আসে।

সানবিডি/এনজে