৪০ শতাংশ বাড়তে পারে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৭ ০৯:৫৩:৩৬


চলতি দশকে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা বেড়ে নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। চাহিদা পূরণে বিগলন প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত অ্যালুমিনিয়াম উৎপাদন করতে হবে।

সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের (আইএআই) অধীনে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট প্রতিষ্ঠান সিআরইউ ইন্টারন্যাশনাল একটি সমীক্ষা চালিয়েছে। এতে কভিড-পরবর্তী অর্থনীতিতে প্রধান প্রধান অঞ্চল ও শিল্প খাতে ধাতুটির চাহিদার আদ্যোপান্ত তুলে ধরা হয়।

অপরচুনিটিজ ফর অ্যালুমিনিয়াম অন আ পোস্ট কভিড ইকোনমি শীর্ষক সমীক্ষায় বলা হয়, ২০৩০ সালের মধ্যে অ্যালুমিনিয়ামের বৈশ্বিক চাহিদা ৪০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে সব শিল্প খাতে ধাতুটির চাহিদার পরিমাণ ছিল ৮ কোটি ৬২ লাখ টন। কিন্তু ২০৩০ সালে চাহিদা বেড়ে ১১ কোটি ৯৫ লাখ টনে উন্নীত হবে। চাহিদা পূরণে বিগলন প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত ৩ কোটি ৩৩ লাখ টন অ্যালুমিনিয়াম উৎপাদন করতে হবে।

সানবিডি/এনজে